ইমরান খন্দকার:আজ শনিবার থেকে তেজগাঁও শিল্প এলাকায় স্মার্ট কার্ড জাতীয় পরিচয় পত্র বিতরণ শুরু হয়েছে।
কার্ড বিতরনের স্থান, তেজগাঁও আদর্শ স্কুল এন্ড কলেজ। সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিতরণ চলবে।
তবে এই স্মার্ট কার্ড নেওয়ার সময় নাগরিকদের পুরনো কার্ড জমা দেওয়ার পাশাপাশি ১০ আঙুলের ছাপ ও চোখের মণির ছবি দিতে হবে। ইসির কর্মকর্তারা জানিয়েছেন, স্মার্ট কার্ড নেওয়ার সময় ভোটারদের নতুন করে কোন ছবি তুলতে হবে না বা কোনও তথ্য দিতে হবে না। নির্বাচন কমিশনে প্রত্যেক ভোটারের যে ছবি ও অন্যান্য তথ্য সংরক্ষিত রয়েছে, তারই ভিত্তিতে তৈরি হয়েছে স্মার্ট কার্ড।
যাদের NID কার্ড ও ভোটার স্লিপ হারিয়ে গেছে তারা থানায় জিডি এবং সোনালী ব্যাংকে ৩৬৮ টাকা জমা দিয়ে ব্যাংক রশিদ ও জিডির মূল কপি নিয়ে স্মার্ট কার্ড সংগ্রহ করতে হবে।
২২/০৭/১৭ তারিখ থেকে ২২/০৮/১৭ তারিখ পর্যন্ত স্মার্ট কার্ড বিতরণ চলবে।
খবর ৭১/ই: