গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস খাদেঃ আহত ১০

0
495
গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১০
ছবিঃ গাইবান্ধা প্রতিনিধি।

খবর৭১ঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকারংপুর মহাসড়কে উপজেলার অবিরামপুর এলাকায় দুর্ঘটনা ঘটে 

প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা থেকে ছেড়ে আসা বগুড়াগামী সুমাইয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস অবিরামপুর এলাকায় ভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে খাদে পড়ে যায়। এসময় বাস ভ্যানের অন্তত ১০ যাত্রী আহত হন। 

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ রতন চন্দ্র শর্মা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত ছয়জনকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এছাড়া ব্রিজের নিচে পড়ে যাওয়া বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। আহতদের নাম পরিচয় জানা যায়নি

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শুভ জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here