দাঁড়িয়ে থাকা ট্রাককে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৩

0
630
দাঁড়িয়ে থাকা ট্রাককে আরেক ট্রাকের ধাক্কা
ছবিঃ সমকাল

খবর৭১ঃ

বাগেরহাটের রামপালে দাঁড়িয়ে থাকা ইটবোঝাই ট্রাককে পাথরবোঝাই অপর একটি ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ট্রাকের চালক ও হেলপার রয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে তাপ বিদ্যুৎকেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিন হাওলাদার সাংবাদিকদের জানান, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র সড়কে পাংচার হওয়ায় একটি ইটবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। ওই ট্রাকের নিচে ঢুকে ট্রাকের হেলপার ও চালক চাকা মেরামতের কাজ করছিলেন। এ সময় পেছন থেকে এসে পাথরবোঝাই আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকচালক ও হেলপার এবং ধাক্কা দওয়া ট্রাকের হেলপার ঘটনাস্থলেই নিহত হন। আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here