খবর৭১ঃ দেশের স্বার্থরক্ষায় একটি সামরিক জোটে যোগ দিলেও বাংলাদেশ যেকোনো ধরনের সামরিক জোটে যোগদান এড়িয়ে চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক।
রবিবার রাজধানীর একটি হোটেলে গার্ডেনিয়ায় আয়োজিত ‘বেল্ট অ্যান্ড রোড: তুলনামূলক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের অবস্থান’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী পর্বে যোগ দিয়ে এসব কথা বলেন সচিব।
শহীদুল হক বলেন, ‘বিশ্ব খুব দ্রুত বদলে যাচ্ছে, বাংলাদেশ এর সঙ্গে তাল মিলিয়ে চলছি। সে কারণেই বাংলাদেশ যেকোনো ধরনের সামরিক জোটে যোগদান এড়িয়ে চলছে। তবে, নিজেদের স্বার্থরক্ষা করেই আমরা অন্য জোটে যোগ দিচ্ছি।’
সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ৩৪টি মুসলিম প্রধান দেশ নিয়ে ২০১৫ সালের শেষ দিকে একটি নতুন সামরিক জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। বাংলাদেশও এই জোটে যোগ দিয়েছে। গত বছরের এপ্রিলে সৌদি আরবের আল-জুবাঈর প্রদেশে ‘গাল্ফ শিল্ড-ওয়ান’ নামে সামরিক মহড়ায় অংশ নেওয়া ২৪টি দেশের মধ্যে বাংলাদেশও রয়েছে। সৌদি বাদশা বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই মহড়ায় অংশও নেন।
পররাষ্ট্র সচিব চীনের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ নিয়েও কথা বলেন। এতে যোগ দিয়ে বাংলাদেশ লাভবান হবে বলেও আশাবাদী তিনি। বলেন, ‘এ উদ্যোগে যোগ দেওয়ায় বাংলাদেশের অর্থনীতি, ব্যবসা, বাণিজ্য, যোগাযোগসহ নানা বিষয়ে সহযোগিতা বাড়বে।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, ‘চীনের পরিকল্পনা ও উদ্যোগে গঠিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে (বিআরআই) বাংলাদেশের অবস্থান ইতিবাচক। এশিয়ার বিশ্বায়নের এ প্লাটফর্ম দেশের জন্য গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে বাংলাদেশ লাভবান হবে।’
‘আমরা এ প্লাটফর্মে (বিআরআই) অংশ নিয়েছি। যার মাধ্যমে দেশ লাভবান হবে। এ উদ্যোগের ফলে দেশের অর্থনীতি ও ব্যবসায় নতুন সুযোগ সৃষ্টি হবে। বেশ কিছু বিষয়ে সহযোগিতা ও অংশগ্রহণ বৃদ্ধি পাবে।’
চীনের উদ্যোগে গঠিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এশিয়া অঞ্চলের বিশ্বায়নে নেওয়া কর্মসূচি। সর্বাধিক দেশ, বিনিয়োগ ও ব্যাপক জনসংখ্যাকে জড়িত করে এ অঞ্চলের বৃহত্তম উন্নয়ন প্রকল্প এখন বিআরআই।
সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডির আয়োজনে সেমিনারের উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন চীনে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান, সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান ও চীনের ইউনান অ্যাকাডেমি অব সোশ্যাল সায়েন্সের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের অধ্যাপক চেং মিন।