রংপুর-৩ আসনে ‘ধানের শীষে’ বঙ্গুবন্ধু হত্যার পলাতক আসামী মেজর (অব) খায়রুজ্জামানের স্ত্রী

0
904
রংপুর-৩ আসনে 'ধানের শীষে' বঙ্গুবন্ধু হত্যার পলাতক আসামী মেজর (অব) খায়রুজ্জামানের স্ত্রী
১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু এবং ৩ নবেম্বর কারাগারে জাতীয় চার নেতা হত্যা মামলার আসামী পলাতক মেজর (অব) খায়রুজ্জামানের স্ত্রী রিটা রহমান।

খবর৭১ঃ

রংপুর-৩ আসনের উপনির্বাচনে ২০-দলীয় জোটের শরিক বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান রিটা রহমানকে ধানের শীষের মনোনয়ন দিয়েছে বিএনপি। যে কিনা ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু এবং ৩ নবেম্বর কারাগারে জাতীয় চার নেতা হত্যা মামলার আসামী পলাতক মেজর (অব) খায়রুজ্জামানের স্ত্রী।

রোববার বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুতে রংপুর-৩ আসনটি শূন্য হয়। এ আসন থেকে বিএনপির চারজনসহ মোট পাঁচজন মনোনয়ন প্রত্যাশা করেছিলেন।

শনিবার বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম এ বিষয়ে চূড়ান্ত বৈঠক করে। বৈঠক শেষে আজ রিটার মনোনয়নের বিষয়টি জানান রিজভী।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ওই আসনে দলীয় প্রার্থীকে সরিয়ে রিটা রহমানকে মনোনয়ন দেয় বিএনপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here