খবর৭১ঃ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্তপর্ব নিশ্চিত হয়েছিল আগেই। এবার বাছাইপর্বে চ্যাম্পিয়নও হলো লাল-সবুজের দল। স্কটল্যান্ডের ডান্ডিতে শনিবার এই ম্যাচে শুরুতে ব্যাট করে পাঁচ উইকেটে ১৩০ রান করে বাংলাদেশ। জবাবে সাত উইকেটে ৬০ রান নিয়ে খেলা শেষ করে থাইল্যান্ড। তাই ফাইনালে ৭০ রানের বিশাল জয় পায় তারা।
শুরুতে ব্যাট করতে নেমে দুই ওপেনার সানজিদা ইসলাম ও মুর্শিদা খাতুন দুর্দান্ত সূচনা করেন। ৬৮ রানের জুটি গড়েন তারা। এরপর মুর্শিদা ৩৩ রান করে আউট হয়ে গেলেও সানজিদা শেষ পর্যন্ত ব্যাট করে যান দুর্দান্ত গতিতে। ভালো সঙ্গী না পেলেও সানজিদা অপরাজিত ৭১ রান করেই বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দেন। ৬০ বল থেকে ছয়টি চার ও তিনটি ছক্কার মারে নিজের ইনিংসকে সাজান তিনি।
জবাবে নাহিদা-শাহিলাদের মিতব্যয়ী বোলিংয়ে নির্ধারিত ওভারে থাইল্যান্ডের মেয়েদের মাত্র ৬০ রানে বেঁধে রাখতে সক্ষম হয় বাংলাদেশ। থাইল্যান্ডের পক্ষে রতনাপর্ন প্যাডানগ্লার্ড (১৫) এবং ওংপাকা লিনেগপ্রাসার্ট (১১) ছাড়া কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। বাংলাদেশের পক্ষে নাহিদা ও শাইলা দুটি করে উইকেট নেন।