মুক্তিযোদ্ধাকে হত্যা চেষ্টার অভিযোগে সৈয়দপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

0
530
সৈয়দপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

খবর৭১ঃ

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকেঃ নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এনামুল হক চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কাশিরাম বেলপুকুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে ভোটগ্রহন শেষে গননা চলাকালে সভাপতি প্রার্থী এক মুক্তিযোদ্ধাকে মারপিট ও হত্যার চেষ্টার অভিযোগে ওই মামলা দায়ের করা হয়। কাউন্সিলে সভাপতি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. মোখলেছুর রহমান বাদি হয়ে গত ২ সেপ্টেম্বর সৈয়দপুর থানায় ওই মামলা করেন।

মামলায় ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক চৌধুরী ছাড়াও তাঁর দুই ছেলে, ভাতিজাসহ ১১ জনের নাম উল্লেখ করে আরো ২৫/৩০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করা হয়েছে। বিলম্বে পাওয়া মামলার আরজি সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। হাজারীহাট স্কুল ও কলেজে আয়োজিত ওই কাউন্সিলে নেতা নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

ভোট গ্রহন শেষে ওইদিন রাত সাড়ে ৮ টার দিকে গণনাকালে সভাপতি পদ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. মোখলেছুর রহমান ১৪৮ ভোট পেয়ে জয়ের পথে রয়েছেন এমন খবর ছড়িয়ে পড়ে সর্বত্র। আর এ খবরে হতাশ হয়ে পড়া কাউন্সিলের প্রতিদ্বন্দি সভাপতি প্রার্থী ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক চৌধুরীর নির্দেশে তাঁর নির্বাচনী এজেন্ট সৌরভ আলীর চিৎকারে বাইরে থাকা মো. তোফা মামুদ, বুলবুল চৌধুরী, মো. ডিউ, মো. অলিয়ার রহমান মো. সায়েম, মো. নবী হোসেন, মো. শাহীন, নাজির মাষ্টার ও রাশেদ চৌধুরীসহ অজ্ঞাতনামা ২৫/৩০ জন ব্যক্তি লাঠি সোটা, লোহার রড, ছুরিসহ দেশীয় অস্ত্রেসন্ত্রে সজ্জিত হয়ে ভোট গণনা কক্ষে দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে পড়ে।পরবর্তীতে সৌরভ আলী সভাপতি পদপ্রার্থী মুক্তিযোদ্ধা মো. মোখলেছুর রহমানের গলা চেপে ধরে শ্বাষরুদ্ধ করে হত্যার চেষ্টা চালায়। এরপর মামলার অন্যান্য আসামী মুক্তিযোদ্ধাকে হত্যার উদ্দেশ্যে তাঁর মেরুদন্ডে আঘাত করাসহ কিলঘুষি মেরে কক্ষের বাইরে নিয়ে আসে।

এসময় হামলাকারীরা তার সাথে থাকা নগদ অর্থও ছিনিয়ে নেয়। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা মো. মোখলেছুর রহমান বাদী হয়ে গত ২ সেপ্টেম্বর রাতে নীলফামারীর সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেন।সৈয়দপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্জাহান পাশা মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, উপ-পরিদর্শক (এসআই) দিলীপ কুমার রায় মামলাটির তদন্ত করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here