আশুলিয়ায় সুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

0
933
আশুলিয়ায় সুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

খবর৭১ঃ সাভারের আশুলিয়ায় সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিনগত রাত ৩টার দিকে আশুলিয়ার শ্রীপুর এলাকায় ‘এজিজ টেক্সটাইল মিলস’ নামে ওই কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, দিবাগত রাত ৩টার দিকে আশুলিয়ার শ্রীপুর এলাকায় এজিজ কটন মিলস নামে ওই কারখানায় আগুন লাগে।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায় ডিইপিজেড ফায়ার সার্ভিসের চারটি, গাজীপুরের কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ও মিরপুর ফায়ার সার্ভিস থেকে আরও একটি ইউনিট।৫ ঘণ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তবে এর আগেই গোডাউনে থাকা সুতা তৈরির সমস্ত কাঁচামাল তুলা পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here