ফিফা বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায়ও ভন ডাইক

0
707
ফিফা বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায়ও ভন ডাইক

খবর৭১ঃ উয়েফা সেরা হওয়ার পর এবার ফিফার বর্ষসেরা সংক্ষিপ্ত তালিকায়ও জায়গা করে নিয়েছে ভন ডাইক। সঙ্গে আছেনে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ও পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। উয়েফার সংক্ষিপ্ত তালিকায়ও ছিলেন এই ডাচ ফুটবলারের সঙ্গে ছিলেন মেসি ও রোনালদো। গত বছর রিয়াল মাদ্রিদ ফিডফিল্ডার লুকা মডরিচ এই অ্যাওয়ার্ড জিতেন। চূড়ান্ত দৌঁড়ে তিনি রোনালদো ও লিভারপুলের মোহাম্মদ সালাহকে পেছনে ফেলেছিলেন।

বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় আছেন পেপ গার্দিওলা। স্প্যানিশ কোচ গত মৌসুমে ম্যানচেস্টার সিটিকে ঘরোয়া ট্রেবল জেতান। এই তালিকায় তার সঙ্গে আছেন চ্যাম্পিয়ন্স লিগ জয়ী লিভারপুল কোচ জার্গেন ক্লপ। আছেন ফাইনালে লিভারপুলের কাছে ফাইনালে হারা টটেনহ্যাম কোচ মাউরিসিও পচেত্তিনো। শ্রেষ্ঠ গোলরক্ষক হিসেবে আছেন ম্যানসিটি ও লিভারপুলের গোলরক্ষক দুই ব্রাজিলিন এডারসন ও অ্যালিসন। তাদের সঙ্গে আছেন বার্সেলোনার মার্ক আন্দ্রে স্টেগেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here