খাগড়াগড় বিস্ফোরণ মামলায় বাংলাদেশিসহ ১৯ জনের সাজা

0
551
খাগড়াগড় বিস্ফোরণ মামলায় বাংলাদেশিসহ ১৯ জনের সাজা

খবর৭১ঃ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড় বিস্ফোরণ মামলায় ১৯ জনের সাজা ঘোষণা করেছেন কলকাতার নগর দায়রা আদালত। সাজপ্রাপ্তদের মধ্যে চার বাংলাদেশি নাগরিকসহ ছয়জনকে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ১০ জনকে ৮ বছর ও তিনজনকে ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

শুক্রবার ভারতীয় সময় বিকাল ৫টার পর থেকে প্রত্যেকের নাম ধরে ডেকে সাজা ঘোষণা করেন এনআইএ’এর বিশেষ আদালতের বিচারক সিদ্ধার্থ কাঞ্জিলাল।

দণ্ডপ্রাপ্ত চার বাংলাদেশি নাগরিক হলেন- শেখ রহমতুল্লা ওরফে সাজিদ, তারিকুল ইসলাম ওরফে সাদিক, লিয়াকত আলি প্রমাণিক ওরফে রফিক ওরফে মহম্মদ রুবেল এবং হাবিবুর রহমান ওরফে জাহিদুল ইসলাম। তাদের প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ড ও ২০ হাজার রুপি জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছরের জেল দেন আদালত।
সাজার মেয়াদ শেষে প্রত্যেককেই বাংলাদেশে ফেরত পাঠানোরও নির্দেশ দিয়েছে আদালত।

এনআইএ আইনজীবী শ্যামল ঘোষ ‘চার বাংলাদেশি নাগরিককেই ফরেনারস অ্যাক্টের অধীন সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে। সাজার মেয়াদ শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। পাশাপাশি দোষী সাব্যস্ত ভারতীয় নাগরিকদেরও বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। ’

কিন্তু বিচারক সবদিক বিবেচনা করে এই রায় দেন। ’
সাজাপ্রাপ্ত ভারতীয় নাগরিকদের মধ্যে আছেন- আবদুল হাকিম ওরফে হাসান, আমজাদ আলি শেখ ওরফে কাজল, মহম্মদ সাহানুল আলম ওরফে ডাক্তার, সাইকুল ইসলাম খান, মহম্মদ রেজাউল করিম ওরফে আনওয়ার, হাবিবুর রমহান ওরফে নুর আলম, গিয়াসুদ্দিন মুন্সি ওরফে গিয়াস মাস্টার, মোফাজ্জল আলি, আবুল কালাম ওরফে আজাদ, লাল মহম্মদ ওরফে লালটু, আবদুল ওয়াহব মোমিন ওরফে আহাব, মহম্মদ শাহিদুল ইসলাম ওরফে সামিম, নুরুল হক মন্ডল ওরফে নইম। দুই ভারতীয় নারী আলিমা বিবি ওরফে আমিনা, গুলশনা বিবি ওরফে রাজিয়া। তাদের প্রত্যেককেই সাজার মেয়াদ শোনানোর পাশাপাশি ২০ হাজার রুপি জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের জেল খাটার কথা বলা হয়।

অপরাধীদের বিরুদ্ধে ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র), ১২৫ (রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা), ইউপিএ বা বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন, বিস্ফোরক আইন, অস্ত্র আইনে অভিযুক্ত করা হয়েছে। বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে এই আইনের পাশাপাশি অতিরিক্ত বিদেশি আইনেও দোষী সাব্যস্ত করা হয়।

শুক্রবার কড়া নিরাপত্তার মধ্যে দোষী সাব্যস্ত ১৯ জনকে কলকাতার নগর দায়রা আদালতের বিশেষ সিবিআই কোর্টে তোলা হয়। আদালতে শুনানির সময় উপস্থিত ছিলেন জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ’এর আইনজীবী শ্যামল ঘোষ, রাষ্ট্রপক্ষের আইনজীবী তমাল মুখোপাধ্যায়, অভিযুক্তদের আইনজীবী মুহাম্মদ আবু সেলিম ও ফজলে আহমেদ।

বিচার চলাকালীনই এই ১৯ জন নিজেদের দোষ স্বীকার করে বিচারকের কাছে আবেদন জানিয়েছিলেন তাদের দোষী সাব্যস্ত করা হোক। এরপর গত ২৫ আগস্ট তাদের দোষী সাব্যস্ত করেন আদালত। তবে এই বিস্ফোরণে প্রধান অভিযুক্ত কওসর ওরফে বোমারু মিজান, ইউসুফ শেষ, ডালিম শেখ বা কদর গাজি-রা কেউই তাদের অপরাধ স্বীকার করেনি। তবে তাদের বিচারপ্রক্রিয়া চলবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

উল্লেখ্য, ২০১৪ সালের ২ অক্টোবর বর্ধমান জেলার খাগড়াগড়ের একটি বাড়িতে বিস্ফোরণে শাকিল আহমেদ এবং শোবহান মন্ডল নামে দুই সন্দেহভাজন জেএমবি সদস্য নিহত হয়। ওই ঘটনায় প্রথমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গোয়েন্দা সিআইডি তদন্ত শুরু, পরে তদন্তের ভার নেয় এনআইএ। তদন্তে নেমে বাংলাদেশি নাগরিকসহ একাধিক ব্যক্তির জড়িত থাকার বিষয়টি স্পষ্ট হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here