ঠাকুরগাঁওয়ে উপজেলা শিল্পকলা একাডেমির চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

0
835
ঠাকুরগাঁওয়ে উপজেলা শিল্পকলা একাডেমির চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ছবিঃ ঠাকুরগাঁও প্রতিনিধি।

খবর৭১ঃ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৯ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নির্দেশনা মোতাবেক উপজেলা পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগষ্ট) সকাল সাড়ে এগারোটায় উপজেলা অডিটোরিয়াম হলে ঠাকুরগাঁও সদর উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত পৃথক তিনটি বিভাগের ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারি প্রতিযোগিদের পুরস্কার প্রদান করা হয়।

এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিল্পকলা একাডেমির আহ্বায়ক আব্দুল্লাহ-আল-মামুন, সদস্য সচিব বিধান চন্দ্র দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোশারফ হোসেন, সহ-উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রওশনারা বেগম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো: মোমিনুল ইসলাম, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক তাপস দেবনাথ, বার্ণসিনা প্রোডাকশনের পরিচালক এন্টুনি ডেভিড নীল প্রমুখ। প্রতিযোগিতায় ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দেড় শতাধিক প্রতিযোগি অংশ নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here