তালায় অবৈধ নেটপাটা অপসারণ; একজনকে জরিমানা

0
637
তালায় অবৈধ নেটপাটা অপসারণ

খবর৭১ঃ

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের দলুয়া নদী, কেশনগর খাল, শ্বাশনঘাটা খাল ও নেহালপুর খাল গুলো থেকে অবৈধ নেটপাটা অপসারণ অভিযান শুরু হয়েছে। বুধবার (২৮আগষ্ট) দুপুরে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন অবৈধ নেটপাটা অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা কালে খালগুলোর বিভিন্ন স্থান থেকে অবৈধ নেটাপাটা অপসারণ ও বিনষ্ট করা হয়। এ সময় পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে কৃষ্ণনগর গ্রামের সুধীর কৃষ্ণ সরকারের ছেলে সুকুমার সরকারকে নগদ ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খলিষখালী ইউপি চেয়ারম্যান ও সাংবাদিক মোজাফফার হোসেন, সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, তালা প্রেসক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম, তালা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার স্থানীয় ভুমি কর্মকর্তা অরুন কুমার, আব্দুল জলিল প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ভুমি কর্মকর্তাকে এলাকার সরকারী খালগুলো উন্মুক্ত রাখাসহ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here