সৈয়দপুর,প্রতিনিধি:
সৈয়দপুরে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে হায়দার আলী (৪৫) নামে এক মাদকসেবিকে এক মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার রাতে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার ওই দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত হায়দার আলী সৈয়দপুর শহরের গার্ডপাড়ার মৃত আনোয়ার হোসেনের পুত্র। আজ বৃহস্পতিবার সকালে দন্ডপ্রাপ্ত ওই আসামিকে নীলফামারী জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার রাতে শহরের গোলাহাট পুলিশ ফাড়ির সহকারি শহর উপ- পরিদর্শক (এটিএসআই) মোস্তাক আলী গোপন সংবাদে জানতে পারেন শহরের সাহেবপাড়া মূর্তজা ইন্সটিটিউটের সামনে এক মাদকসেবি গাঁজা সেবন করছে। এমন খবরে সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনের সময় আটক করা হয় হায়দার আলীকে।পরে তাঁকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। আদালতে বিচারকের কাছে দোষ স্বীকার করলে আদালতের বিচারক সৈয়দপুরের সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার মাদক সেবনের দায়ে হায়দার আলীকে এক মাসের কারাদন্ডের রায় ঘোষনা করেন।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।