ঠাকুরগাঁওয়ে ডোমিনো স্কুলের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রিম বিতরণ

0
789
ঠাকুরগাঁওয়ে ডোমিনো স্কুলের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রিম বিতরণ
ডোমিনো স্কুলের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রিম বিতরণ। ছবিঃ ঠাকুরগাঁও প্রতিনিধি।

খবর৭১ঃ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ  দিনের পর দিন সারাদেশে বেড়েই চলছে ডেঙ্গুর প্রকোপ। এরই লক্ষে ঠাকুরগাঁওয়ে স্কুলের ছাত্র- ছাত্রীদের মাঝে এই রোগ মোকাবেলায় অডোমোস নামের একটি করে ক্রিম বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে বাংলাদেশ ডোমিনো স্কুল বাংলাদেশ ছোট খোচাবাড়ী শাখার আয়োজনে ঐ স্কুলের প্রায় ১৪০জন ছাত্র-ছাত্রীদের মাঝে প্রধান অতিথি হিসেবে এই ক্রিমটি বিতরণ করেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মনিরুজ্জামান। সুদান শিকদার কান্ট্রি কো-অর্ডিনেটর ডোমিনো স্কুল বাংলাদেশ’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাসিমুল বারী, ডোমিনো স্কুল খোঁচাবাড়ি শাখার প্রধান শিক্ষক সোহেল রানা, ফাড়াবাড়ী শাখার প্রধান শিক্ষক সবুজ দেব শর্মা, ঠাকুরগাঁও শাখার প্রধান শিক্ষক মাসুদ রানা সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দরা। এ সময় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন ধরনের আলোচনা করেন। সেই সাথে সকলকে পরিস্কার পরিচ্ছন্ন থাকার আহব্বান জানান বক্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here