সাপের কামড়ে বেদে দম্পতির মৃত্যু

0
691
সাপের কামড়ে বেদে দম্পতির মৃত্যু
ছবিঃ সংগৃহীত

খবর৭১ঃ

সাতক্ষীরায় বিষধর সাপের কামড়ে এক বেদে দম্পতির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) ভোরে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- একলু মিয়া (৩৫) ও তার স্ত্রী আলিনা খাতুন। তারা যশোর জেলার বারোবাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, একলু মিয়া ও তার স্ত্রী আলীপুর নতুনবাজার এলাকায় তাবু টাঙিয়ে দীর্ঘদিন বসবাস করে আসছিলেন। বৃহস্পতিবার (২২ আগস্ট) দিনগত রাতে তারা ঘুমালে বিষধর একটি সাপ তাদের দু’জনকে কামড়ায়। এ অবস্থায় রাতে স্থানীয় ওঝা দিয়ে তাদের ঝাড়-ফুঁক করা হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে শুক্রবার ভোরে ওই দম্পতিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে কিছু সময় পরই একলু মিয়ার মৃত্যু হয়।

এদিকে, উন্নত চিকিৎসার জন্য বেলা ১১টার দিকে আলিনাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়। সাতক্ষীরা হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. আসাদুজ্জামান বলেন, বিষধর সাপের কামড়ে বেদে একলু মিয়ার মৃত্যু হয়েছে। পরে তার স্ত্রীকে খুলনায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here