খবর৭১ঃ
হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধিঃ নড়াইল ডিবি পুলিশ ৭’শ পিস ইয়াবা সহ আমিনুর মোল্যা নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে। এর মধ্যে নতুনঘিয়ে রংয়ের উচ্চ ক্ষমতা সম্পন্ন একশ পিস ইয়াবা রয়েছে। ডিবি পুলিশের এসআই খায়রুল আলম জানায়,সোমবার(১৯ আগষ্ট) গভীর রাতে লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামে নিজ বাড়ির সামনে রাস্তার উপর দাঁড়িয়ে ইয়াবা বিক্রির সময় আমিনুর মোল্যাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আমিনুর মঙ্গলপুর গ্রামের আনিচুর মোল্যার ছেলে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার আরেক মাদক ব্যবসায়ী ভাই পালিয়ে যায়। পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষনা করে বলেন, দূর্গম এলাকায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।