খবর৭১ঃ
ঈদ ফেরত যাত্রীদের কাছে থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে একজনের কারাদণ্ড প্রদানসহ ২৫ পরিবহনকে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়। মানিকগঞ্জের পাটুরিয়া-আরিচা থেকে ঢাকাগামী পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে মোবাইল কোর্ট পরিচালনা করেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার এএফএম ফিরোজ মাহমুদ।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত তার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নীলাচল, সেলফি, শুভযাত্রা, লাক্সারিসহ ২৫টি পরিবহনকে ৪৪ হাজার টাকা অর্থদণ্ড এবং একজন চালককে সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এএফএম ফিরোজ মাহমুদ জানান, নিরাপদ পরিবহনের চালক মো. মিরাজুল (২৪) ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কোনো কাগজপত্র না থাকায় এবং অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মিরাজুলের বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলার শুয়াপুর গ্রামের এখলাস মিয়ার ছেলে।এ ছাড়া নির্ধারিত হারে ভাড়া আদায়ের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেয়া হয়।
এ সময় শিবালয় থানার ওসি মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।