সুদীপ্ত শামীমঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে আকষ্মিক বজ্রপাতে রফিকুল ইসলাম (১৮) নামে এক কিশোর ঘটনাস্থলেই নিহত হয়েছে।
এ ঘটনায় গুরুতর আহত হয়ে নিহত রফিকুলের পিতা আবু তালেব (৫০) রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, শুক্রবার (১৬ আগষ্ট) দুপুরে উপজেলার তারাপুর ইউনিয়নের নিজাম খাঁ গ্রামের আবু তালেব পুত্র রফিকুলকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে তিস্তা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ধারের খালে পাট জাগ দিচ্ছিলেন। এ সময় আকষ্মিকভাবে বজ্রপাতের ঘটনা ঘটলে পুত্র রফিকুল ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় আহত রফিকুলের পিতা আবু তালেবকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, আহত আবু তালেব নিজাম খাঁ গ্রামের মৃত বেঙ্গু শেখের পুত্র আর নিহত রফিকুল আবু তালেবের পুত্র।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ- এসএম আব্দুস সোবহান জানান, ঘটনাস্থলে থানার এসআই জসীম উদ্দিনকে পাঠানো হয়েছে।