শেরপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হচ্ছে

0
555
শেরপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হচ্ছে

শেরপুর, আবু হানিফ :
নানা কর্মসূচীর মধ্য দিয়ে শেরপুরে জাতীয় শোক দিবস পালিত হয়। বেলা এগারটায় জেলা কালেক্টরেট ভবন থেকে বিরাট শোক মিছিল বের করা হয়। এর আগে জেলা কালেক্টরেট ভবনের সামনে নির্মিত বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। এর পরেই জেলা প্রশাসক আনারকলি মাহবুব, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, সাবেক এমপি ফাতেমাতুজ্জুহরা শ্যামলী, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পন করা হয়।
পরে এক আলোচনা সভা জেলা প্রশসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আনারকলি মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ আতিউর রহমান আতিক এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুরিশ সুপার কাজী বআশরাফুল আজীম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এটিএম জিয়াউল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এম মোর্শেদ আলম, পিপি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল, শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানু। এছাড়াও জেলা জাতীয় মহিলা পরিষদের চেয়ারম্যান শামসুন্নাহার কামাল, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান ও বিটিভির প্রতিনিধি দেবাশীষ ভট্রাচার্য প্রমুখ। এসময় হুইপ আতিক বলেন, বঙ্গবন্ধু আজ আমাদের মাঝে নেই, কিন্তু আছে তার আদর্শ। আমরা সেই আদর্শকে বুকে লালন করেই, দেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে পারছি। চক্রান্তকারীরা একসময় ভাবতো বঙ্গবন্ধুকে মেরে ফেলতে পারলেই বুঝি সবশেষ হবে। কিন্তু আজ তার আদর্শ আরো শক্তিশালী হয়েছে। দেশ আজ ঐক্যবদ্ধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here