খবর৭১ঃ রাজধানীর লালবাগের পোস্তায় প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ও স্থানীয়দের প্রায় সোয়া দুই ঘণ্টার প্রচেষ্টায় রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বুধবার রাত ১০টা ৪০ মিনিটে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিলীপ কুমার ঘোষের বরাত দিয়ে রাত ১টা ২০ মিনিটে নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা এরশাদ হোসাইন জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে।
এদিকে স্থানীয়রা জানান, দুর্ঘটনাস্থলে একটি প্লাস্টিকের খেলনার গোডাউন ছিল। ঈদের ছুটির কারণে কারখানায় লোকজন ছিল না। বিদ্যুতের ট্রান্সফরমার থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিভে গেলেও এখন প্লাস্টিকের কালো ধোঁয়ায় চারদিকে আচ্ছন্ন হয়ে আছে।