মিজানুর রহমান মিলন
সৈয়দপুর প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ কাজ শুরু হয়েছে সৈয়দপুরে। মুজিব বর্ষকে সামনে রেখে প্রথম বারের মতো সৈয়দপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে।
গতকাল শনিবার রাতে শহরের বঙ্গবন্ধু সড়ক দ্বীপে ( সাবেক পাঁচমাথা মোড়) এ ভাস্কর্য নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। আগামী ২০২০ সালের ১৭ মার্চ জাতির জনকের জন্ম শতবর্ষকে সামনে রেখে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানানো হয়। এর আগে শুক্রবার দুপুরে ভাস্কর্য নির্মাণের জন্য স্থান পরিদর্শন করা হয়। পরিদর্শন শেষে ভাস্কর্য নির্মাণের জন্য ওই সড়কটির মোড় নির্ধারণ করেন উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দের উপস্থিতিতে স্থান নির্ধারণ করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম গোলাম কিবরিয়া। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা ট্রাফিক পুলিশের শহর ও যানবাহন পরিদর্শক মো. আবু নাহিদ পারভেজ চৌধুরী। শনিবার রাতে নির্মাণ কাজের উদ্বোধন করা,হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি)পরিমল কুমার সরকার, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র পরিবহন শ্রমিক নেতা মো. আখতার হোসেন বাদল, সৈয়দপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রফিকুল ইসলাম বাবু, সিনিয়র সহ-সভাপতি মো. ইদ্রিস আলী, ও সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক,আওয়ামীলীগ নেতা মো. জোবায়দুর রহমান শাহিন ছাড়াও উপজেলা ও পৌর আওয়ামীলীগসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে সৈয়দপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের জন্য দীর্ঘদিন পরে হলেও
উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল রাজনৈতিক দলসহ সর্বস্তরের মানুষজন।