খবর৭১ঃ ডেঙ্গু পরীক্ষার কিট সংগ্রহ করা হয়েছে। প্রয়োজনে এখান থেকেও বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার নির্দেশনা দেয়া আছে।
তিনি বাসার ফুলের টব, ফ্রিজের নিচের পানি, এসির পানিসহ অন্যান্য জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সামনে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে সংসদের কর্মচারীদের মাঝে মশারি বিতরণ অনুষ্ঠানের আগে স্পিকার এসব কথা বলেন। পার্লামেন্ট মেম্বারস ক্লাব আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ও চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী।
স্পিকার বলেন, মন্ত্রণালয়ের স্বাস্থ্য কর্মীদের ছুটির পদক্ষেপ অনুযায়ী সংসদ মেডিকেল সেন্টারও ঈদের দিন বাদে খোলা থাকবে। যে কোনো সহযোগিতার প্রয়োজন হলে সেবা দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে। আমি দুই মেয়রের সঙ্গে কথা বলেছি। তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
জাতীয় সংসদের পক্ষ থেকে মেয়রদের এবং সিটি কর্পোরেশনকে যে কোনো ধরনের সহায়তা দেয়ার জন্য জাতীয় সংসদ প্রস্তুত আছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে কর্মচারীদের মাঝে মশারি বিতরণ করেন স্পিকার।