খবর৭১ঃ
আবু হানিফ, শেরপুর প্রতিনিধিঃ গণগ্রন্থাগার অধিদপ্তর বাস্তবায়িত ‘দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি’ প্রকল্পের আওতায় শেরপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ৫ আগস্ট সোমবার দুপুরে জেলা কালেক্টরেট ভবন চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে ওই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেরপুর জেলার জেলা প্রশাসক জনাব আনার কলি মাহবুব। জেলা গণগ্রন্থাগারের গ্রন্থাগারিক সাজ্জাদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ, বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান লাইব্রেরী কার্যক্রমের পরিচালক মোঃ কামাল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বই ও লাইব্রেরি হচ্ছে জ্ঞানের ভান্ডার। এই জ্ঞানের ভান্ডারকে যত ব্যবহার করব, ততই নিজেকে সমৃদ্ধ করে তুলতে পারব। আলোকিত মানুষ ও সমাজ গঠনে বই ও লাইব্রেরির কোন বিকল্প নেই। এজন্য তিনি শিক্ষার্থীসহ নতুন প্রজন্মকে বইপ্রেমী ও লাইব্রেরিমুখী হওয়ার আহবান জানান।