মুরাদনগরে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

0
627
মুরাদনগরে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

খবর৭১ঃ

মোঃ রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগরে রেজিস্ট্রেশন বিহীন ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ এবং ফিজিসিয়ান স্যাম্পল বিক্রি প্রতিরোধ ও বিশেষজ্ঞ ডাক্তারের প্রেসক্রিপসন ছাড়া এন্টিবায়েটিক ঔষধ বিক্রয় বন্ধে সচেতনতা মূলক সভা করেছে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মুরাদনগর উপজেলা শাখা। মঙ্গলবার দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রী কলেজে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির কোম্পানীগঞ্জ বাজার শাখার সভাপতি আবুল কাশেম খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ঔষধ প্রশাসনের তত্তাবাধায়াক সফিকুল ইসলাম। বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির কুমিল্লা জেলা শাখার নির্বাহী পরিচালক আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মুরাদনগর বাজার শাখার সভাপতি নারায়ন দেবনাথ। সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির বাঙ্গরাবাজার শাখার সভাপতি ওবায়দুল হক, বিষ্ণুপুর বাজার শাখার সাধারন সম্পাদক বাহার মিয়া। এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন ঔষধ ব্যবসায়ী মুজিবুর রহমান, গোলাম মাওলা হাবীব, সাইফুল ইসলাম খান, মনিরুজ্জামান মন্টু, ওমর ফারুখ, ফখরুল ইসলাম, কাউছার আহাম্মেদ প্রমুখ। এছাড়াও উপজেলার সকল বাজারের বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সদস্য ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভায় অনিয়মিত এন্টিবায়েটিক ঔষদ সেবনে মানবদেহের ক্ষতিকর দিক তুলে ধরেন এবং ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি বন্ধে সমিতির সকল সদস্য ও ব্যবসায়ীদের সর্তক থাকার নির্দেশনা প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here