ফখরুলসহ বিএনপির শীর্ষ ৪ নেতাকে আত্মসমর্পণের নির্দেশ

0
448
ফখরুলসহ বিএনপির শীর্ষ ৪ নেতাকে আত্মসমর্পণের নির্দেশ

খবর৭১ঃ

ভয়ভীতি ও হত্যার হুমকির অভিযোগে করা মামলায় আগাম জামিন নিতে আসা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ চার নেতাকে আগামী ছয় সপ্তাহের মধ্যে আত্মসমর্পনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে একই সাথে উল্লেখিত সময়ের মধ্যে তাদেরকে হেনস্থা বা গ্রেফতার না করারও নির্দেশ দেন আদালত।

মির্জা ফখরুল ইসলাম ছাড়া অপর তিন নেতা হলেন- দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী প্রমুখ। সাথে ছিলেন অ্যাডভোকেট সগীর হোসেন লিওন ও ব্যারিস্টার একেএম এহসানুর রহমান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম।

গত ৫ আগষ্ট বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগে মামলা দায়ের করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৯ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here