খবর৭১ঃ
ঈদুল আজহা উপলক্ষে আগামী শুক্র এবং শনিবার রাজধানীসহ কিছু কিছু এলাকার ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পোশাক শিল্পে কর্মরত শ্রমিক/কর্মচারীদের বেতন-ভাতা এবং রপ্তানি বাণিজ্য সচল রাখতে এ নির্দেশনা দেয়া হয়।
রবিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদুল আজহার আগে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক/কর্মচারীদের বেতন-ভাতা এবং রপ্তানি বাণিজ্য সচল রাখতে আগামী ৯ ও ১০ আগস্ট শুক্র এবং শনিবার পূর্ণ দিবস ব্যাংক খোলা থাকবে।
যেসব এলাকায় খোলা থাকবেঃ
ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করে শুক্রবার এবং শনিবার পূর্ণ দিবস ব্যাংক খোলা রাখার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।