খবর৭১ঃ বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রেররাষ্ট্রদূত রবার্ট মিলার পদ্মাসেতু পরিদর্শন করেছেন।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি পদ্মাসেতু পরিদর্শন করেন।
এ সময় মার্কিন রাষ্ট্রদূতের স্ত্রী মিশেল এডেলম্যান এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকর্তা জেমস এস টাউন সঙ্গে ছিলেন।
মার্কিন রাষ্ট্রদূত সকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বানিয়ারচর ক্যাথলিক চার্চ গির্জা পরিদর্শন শেষে সড়কপথে মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটে আসেন।পরে সেনাবাহিনীর একটি স্পিড বোটে করে শরীয়তপুরের জাজিরা পয়েন্ট থেকে পদ্মাসেতু দেখতে দেখতে মুন্সিগঞ্জের মাওয়ায় যান। সেখান থেকে তিনি ঢাকায় আসেন।
পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে অন্যান্যের মধ্যে পদ্মাসেতুর প্রকল্প পরিচালক মো.সফিকুল ইসলাম,তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরিফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আ. কাদের সেনাবাহিনী ও পুলিশের অন্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।