খবর৭১ঃ
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ইতিমধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বেশ কিছু রোগী সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের দেখতে মঙ্গলবার রাতে সদর হাসপাতালে যান জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম। তিনি আক্রান্তদের সাথে কথা বলেন এবং চিকিৎসার খোজ খবর নেন। এ সময় সিভিল সার্জন ডা: এইচএম আনোয়ারুল ইসলাম, ডা: তোজাম্মেল হকসহ সদর হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম জানান, সদর হাসপাতালে এ পর্যন্ত ৭ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৩ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বাকী ৪ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। উল্লেখ্য যে, আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসা ৭ জনই ঢাকা থেকে এ রোগে আক্রান্ত হয়ে ঠাকুরগাঁওয়ে এসেছেন। বাড়িতে অসুস্থতা বোধ করায় তারা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।