খবর৭১ঃ পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানীতে কোরবানির পশু বেচাকেনার জন্য এবার ২ সিটি করপোরেশন এলাকায় ২৪টি হাট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে গাবতলীর পশুর হাট রয়েছে।
জানা গেছে, এই হাটগুলোর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১০টি এবং দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৪টি হাট থাকবে। নিয়ম অনুযায়ী আগামী ৭ আগস্ট থেকে এসব হাটে পশু বেচাকেনা শুরু হবে, ঈদের আগের দিন পর্যন্ত চলবে। এদিকে, হাট প্রস্তুত করতে ৫ ও ৬ আগস্ট ইজারাদারদের সময় দেওয়া হয়েছে।
উত্তর সিটির স্থায়ী গাবতলীর হাট ছাড়া ৯টি হাটের সর্বোচ্চ দর ১৩ কোটি ৪১ লাখ ৯৩ হাজার ৭৮৬ টাকা। আর দক্ষিণ সিটির ১৪টি হাটের সর্বোচ্চ দর ৮ কোটি ৮৭ লাখ ৫২ হাজার টাকা। সব মিলিয়ে ২৩টি হাট ইজারা দেওয়া হয়েছে ২২ কোটি ২৯ লাখ ৪৬ হাজার ৬২৭ টাকায়।