খবর৭১ঃ
মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকেঃ নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অ্যালামলাই অ্যাসোসিয়েশনের আয়োজনে শেষ হলো দিনব্যাপী হেলথ ক্যাম্প। গতকাল রবিবার প্রতিষ্ঠানের নন্দন নির্ঝর অডিটোরিয়ামে ওই হেলথ ক্যাম্পের অনুষ্ঠিত হয়।
সকালে ওই ক্যাম্পের উদ্বোধন করেন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল মো. সাজ্জাদ হোসেন পিএসসি। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জোবায়দুর রহমান শাহীন। স্বাগত বক্তব্য বলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা। অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন ডা.মো. কামরুল হাসান সোহেল, ডা. শাফি, ডা. মো. তৌফিকুল হাসান রকি, ডা. রেজাউল আলম রেজা প্রমূখ। অনুষ্ঠানে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী হেলথ ক্যাম্পে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রায় ৪ হাজার শিক্ষার্থী, শিক্ষক -শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এতে ২৮ জন চিকিৎসক চিকিৎসা সেবা দেন। চিকিৎসকদের বেশি ভাগই ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী এবং দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত রয়েছেন।
একই দিন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনাই আসোসিয়েশনের সদস্যরা প্রতিষ্ঠান চত্বরে গাছের চারা রোপন করেন।