খবর৭১ঃ
বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ছয় হাজারি ক্লাবে নাম লেখালেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে আজ রবিবার দ্বিতীয় ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।
এটি মুশফিকের ২১৫তম ওয়ানডে ম্যাচ। যেই ম্যাচে নামার আগে ছয় হাজার রান থেকে মাত্র ৮ রান দূরে ছিলেন মুশফিক। দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার আউট হওয়ার পর তিনি খেলতে নামেন। সেই ৮ রান পূর্ণ করে ছয় হাজারি ক্লাবে নাম লেখাতে সক্ষম হন মুশফিক।
এর আগে বাংলাদেশের কেবল তামিম ইকবাল ও সাকিব আল হাসান করেছেন ছয় হাজার রান। ২০১ ইনিংসে তার সংগ্রহ এখন ৬,৮৯০ রান। ২০৬ ম্যাচে ১৯৪ ইনিংস থেকে সাকিবের সংগ্রহ ৬,৩২৩ রান। আর মুশফিক এই মাইলফলক স্পর্শ করেছেন ২০১ ইনিংস থেকে।