মুরাদনগরে গুজব প্রতিরোধে সচেতনতামূলক সভা

0
499
মুরাদনগরে গুজব প্রতিরোধে সচেতনতামূলক সভা

খবর৭১ঃ

মোঃ রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগরে গুজব প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্টিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ধনিরামপুর ডি,এস,ওয়াই উচ্চ বিদ্যালয়ে ছেলেধরা গুজব নিয়ে এ গণ-সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীউন কবিরের সভাপতিত্বে এবং সাংবাদিক বেলাল উদ্দিন আহাম্মাদের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ একেএম মনজুর আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুরাদনগর প্রেস ক্লাবের সভাপতি আবুল খায়ের। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন শ্রমিকলীগ নেতা আহসান হাবিব শামিম, কৃষকলীগ নেতা হেলাল উদ্দিন শারফিন শাহ, ইউপি সদস্য মনির হোসেন সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে ওসি একেএম মনজুর আলম বলেন, পদ্মা সেতুতে মাথা লাগবে এমন একটি ভিত্তিহীন গুজব ছড়িয়ে একটি অসাধু চক্র দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। পরিকল্পিতভাবে গুজবকারীরা গুজব ছড়িয়ে দেশের অপুরনীয় ক্ষতি সাধন করছে, যেকোন মুল্যে এসব গুজব প্রতিহত করে ষড়যন্ত্রকারীদের সমুচিত জবাব দিতে হবে। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, পদ্মা সেতুতে ইটপাথরের পরিবর্তে মানুষের মাথা লাগবে এটি কখনো বিশ্বাসযোগ্য নয়, দেশের সহজ সরল মানুষের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে সরকার বেকায়দায় ফেলতে চায়। দেশের সকল শিক্ষার্থী ও আমরা জনসাধারণ সচেতন হলে গুজবকারীরা কখনো সফল হবেনা। গুজবকারীরা আমাদেরকে বোকা বানিয়ে গুজব ছড়িয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। সভায় তিনি মুরাদনগরের সর্বস্তরের জনগনকে এসব গুজব সম্পর্কে সচেতন হওয়ার আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here