সিনহার রাজনৈতিক আশ্রয় প্রার্থনা কানাডায়

0
593

খবর৭১ঃ কানাডায় রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। টরেন্টো থেকে প্রকাশিত ইতালিয়ান ভাষায় প্রকাশিত ‘কোরিয়েরে কানাডিজ’ এর বরাত দিয়ে এই সংবাদ প্রকাশ করেছে বিভিন্ন সংবাদমাধ্যম।

ওই পত্রিকার প্রতিবেদক জো ভোলপে লিখেছেন, ‘আপনারাও নিশ্চয়ই আমার মতো এই সংবাদ শুনে মেঝে থেকে লাফ দিয়ে উঠছেন! কেননা, তিনি কোনো সাধারণ নাগরিক নন। তিনি একটি দেশের সর্বোচ্চ বিচারপতি ছিলেন।’

প্রতিবেদনে বলা হয়, গত ৪ জুলাই সুরেন্দ্র কুমার সিনহা কানাডায় যান। ফোর্ট ইরে বন্দরের মাধ্যমে কানাডায় প্রবেশ করেন তিনি। এরপর সেখানে তিনি রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেন।

প্রকাশিত খবর থেকে জানা যায়, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছিলেন সিনহা। সেই আবেদনে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত সাড়া দেয়নি। সেজন্য তিনি আবার কানাডায় পাড়ি জমালেন!

সিনহার সঙ্গে রয়েছেন তার স্ত্রী সুষমা সিনহা। আর কানাডায় থাকেন তার ছোট মেয়ে আশা সিনহা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here