দেলদুয়ার(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের দেলদুয়ারে বেইলি ব্রিজ ভেঙে সার বোঝাই ট্রাক পানির নিচে পড়ে গেছে। মঙ্গলবার টাঙ্গাইল- দেলদুয়ার সড়কের সেহড়াতৈল নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় ট্রাক চালক আবু বকর গুরুতর আহত হয়েছেন। এদিকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ট্রাকের হেলপার ওমর আলী জানায়, চট্টগ্রাম থেকে সার বোঝাই করে ঢাকা মেট্রো-১৮-৯১৪১ ট্রাকটি নিয়ে তারা টাঙ্গাইল সার গুদামের উদ্দেশ্যে যাচ্ছিলো। দুপুর ১২টার দিকে দেলদুয়ার- টাঙ্গাইল সড়কের সেহড়াতৈল বেইলি ব্রিজে ওঠা মাত্র ব্রিজটি ভেঙে ট্রাক পানির নিচে ডুবে যায়। স্থানীয়রা জানায়, ওই স্থানে পানির গভীরতা কমপক্ষে ৪০/৫০ ফুট।
দেলদুয়ার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশাররফ হোসেন জানান, দুর্ঘটনা কবলিত সরকারি সার বোঝাই ট্রাক প্রায় ৫০ ফুট পানির নিচে রয়েছে। উদ্ধার তৎপরতা চলছে।
খবর৭১/এস: