মুরাদনগরে মশক নিধন ও পরিচ্ছনতা সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

0
559
মুরাদনগরে মশক নিধন ও পরিচ্ছনতা সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

খবর৭১ঃ

মোঃ রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগরে মশক নিধন ও পরিচ্ছতা সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা কমপ্লেক্সের কবি নজরুল মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ড, আহসানুল আলম সরকার কিশোর, বিশেষ অতিথি ছিলেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ,সহকারী কমিশনার ভূমি সাইফুল ইসলাম কমল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মনজুর আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আলিনুর বশির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হাই খান, প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের, উপসহকারী কৃষি কর্মকর্তা সূফী আহাম্মেদ,ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, সফু মিয়া সরকার,শরীফুল ইসলাম, ছামাদ মাঝি, আবুল হাশেম, কামাল উদ্দিন, রুহুল আমীন প্রমুখ ।

এ সময় উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা মুরাদনগর উপজেলাকে ডেঙ্গু মুক্ত রাখার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। এসময় উপজেলা চেয়ারম্যান ড.আহসানুল আলম সরকার কিশোর বলেন, ডেঙ্গু আমাদের দেশে ক্রমেই মহামারী আকার ধারণ করছে, সরকার ডেঙ্গুর মহামারী থেকে দেশবাসীকে রক্ষা করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা যেকোনো মূল্যে মুরাদনগরবাসিকে ডেঙ্গুর আক্রমণ থেকে রক্ষা করতে হবে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাস বলেন মুরাদনগর উপজেলার সর্বস্তরের জনগণকে ডেঙ্গুর আক্রমণ থেকে রক্ষা করতে আমরা সবাই মিলে কাজ করব। সহকারী কমিশনার ভূমি সাইফুল ইসলাম কমল বলেন ডেঙ্গুর আক্রমণ থেকে রক্ষা পেতে উপজেলার সকল জলাশয় এবং খাল বিলকে পরিচ্ছন্ন রাখতে হবে। সভায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মনজুর আলম বলেন ডেঙ্গুসহ জটিল এবং কঠিন রোগ মোকাবেলায় জনসচেতনতার বিকল্প নেই। আমরা সকলে মিলে সচেতন হলেই নানামুখী ভাইরাস থেকে নিজেরা মুক্ত থাকতে পারব এবং সমাজসহ দেশ জাতিকে মুক্ত রাখতে পারব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here