খবর৭১ঃ
রাব্বুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ শহরের আরাপপুর থেকে প্রতারক চক্রের দুই সদস্যকে দুইটি তামার মুদ্রাসহ আটক করেছে র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প।
জানা যায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানী আরাপপুর বাসস্ট্যান্ডে অভিযান চালায়। সিপিসি-২, র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রুপসা-গড়াই বাস কাউন্টারের সামনে থেকে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দুই পিচ তামার মুদ্রা উদ্ধার করা হয়েছে। আটকৃকৃতরা হলো, কুষ্টিয়া জেলার হাউজিং বি ব্লক এলাকার মৃত সুলতান আহম্মেদ এর ছেলে আরজু রহমান ও রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মদাপুর এলাকার মৃত আবুল সর্দারের ছেলে জামাল সর্দার। উদ্ধারকৃত আলামত ও আটককৃতদেরকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করতঃ বাংলাদেশ দন্ড বিধি আইনের ৪১৭ ধারায় মামলা করা হয়।