মক্কা-মদিনায় হাজিদের ফ্রি ইন্টারনেট ও সিম দিচ্ছে সৌদি আরব

0
1250
মক্কা-মদিনায় ফ্রি ইন্টারনেট ও সিম পাচ্ছেন হাজিরা
জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে একদল চৌকস কর্মী হজযাত্রীদের মাঝে বিতরণ।

খবর৭১ঃ
আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখার সুবিধার্থে চলতি হজ পালনের উদ্দেশে সৌদি আরবে আসা প্রায় ১০ লাখ হজযাত্রীকে বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদির পক্ষ থেকে ফ্রি সিম ও ইন্টারনেট সেবা প্রদান করছে সৌদি সরকার।

জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে একদল চৌকস কর্মী হজযাত্রীদের মাঝে বিতরণ করছেন এসব সিম ও ফ্রি ইন্টারনেট পরিষেবা।

প্রতিবছর সৌদি আরবের অভ্যন্তরীণ এবং বহির্বিশ্ব থেকে ২০-২২ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজ পালনে দেশটিতে আসেন। এ বছর সরকারী-বেসরকারী ব্যবস্থাপনায় ১ লক্ষ ২৮ হাজার বাংলাদেশি পবিত্র হজ পালনের কথা রয়েছে।

যারা হজ পালনকালীন সময়ে দেশের পরিবার ও আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করতে চায়, তাদেরকে সিম ও ফ্রি ইন্টারনেট পরিষেবা দেয়া হবে। একটি বিশেষ প্রতিনিধি দল হাজিদের ১০ লাখ সিম কার্ড ও ফ্রি ইন্টারনেট সেবা প্রদানে পুরো হজ মৌসুমজুড়ে সক্রিয় থাকবে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here