খবর৭১ঃ রাজধানী ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার বিকালে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বিকাল ৩টা ২২ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের অরুনাচল প্রদেশে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। এর স্থায়িত্ব ছিল প্রায় ১০ সেকেন্ড। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ভারতীয় সংবাদ মাধ্যম ইনডিয়া টুডের একটি প্রতিবেদনে জানানো হয়, ভারতের স্থানীয় সময় দুপুর ২টা ৫৩ মিনিটে ভারতের গোহাটি ও আসামের উত্তর-পূর্বের এলাকাগুলোতে রিক্টার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার ওই ভূমিকম্পটি আঘাত হানে।
এই ভূমিকম্পের ফলে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।