নিয়ন্ত্রণ হারিয়ে বাস গভীর খাদে, তুরস্কে বাংলাদেশিসহ নিহত ১৭

0
576

খবর৭১ঃ তুরস্কে অবৈধ অভিবাসীবাহী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি সড়ক থেকে গভীর খাদে পড়ে অন্তত ১৭ জন নিহত হয়েছে এ ৫০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার তুরস্কের পূর্বাঞ্চল ভ্যান শহরের সঙ্গে ওজালপ জেলার সংযোগকারী একটি সড়কে এই দুর্ঘটনা ঘটে।

ভ্যানের গভর্নর মেহমেত এমিন বিলমেজ দেশটির সরকারি সংবাদ সংস্থা আনাদলুকে বলেন, বাসটি পাহাড়ি সড়কে চলার সময় দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

ইরান সীমান্তের কাছের মুরাদিয়ে জেলা থেকে অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে বাসটি যাত্রা শুরু করেছিল বলে জানিয়েছেন তিনি।

গভর্নর মেহমেত এমিন বিলমেজ বলেন, হতাহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে কর্তৃপক্ষ। হতাহতরা আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশি নাগরিক বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মধ্যে পাঁচ শিশু রয়েছে। বাসের চালক গোকান সারমাও দুর্ঘটনায় নিহত হয়েছেন।

ইরান-তুরস্ক সীমান্তের ভ্যান প্রদেশ হয়ে ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমায় বিভিন্ন দেশের অবৈধ অভিবাসনপ্রত্যাশীরা। তিনি বলেন, সাধারণত ওই মিনিবাসে ১৭ থেকে ১৮ জনের আসনের ব্যবস্থা আছে। কিন্তু বাসটিতে ৬৭ জন যাত্রীকে তোলা হয়েছিল।

এর আগে বুধবার ভ্যান প্রদেশের বাসকালে জেলায় অভিযান চালিয়ে ২৮৪ অভিবাসনপ্রত্যাশীকে গ্রেফতার করে দেশটির নিরাপত্তাবাহিনী। এদের অধিকাংশই বাংলাদেশ এবং আফগানিস্তানের নাগরিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here