খবর৭১ঃ
রাঙামাটির কাপ্তাই উপজেলায় পাহাড় ধসে দুই ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার রায়খালি ইউনিয়নের কারিগর পাড়ায় শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
কাপ্তাই থানার পরিদর্শক নূরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার নোয়াপাড়ার অটল বড়ুয়া (৫০) ও কারিগর পাড়ার সুজয় মং মারমা (৪০)।
পরিদর্শক নূরুল বলেন, বৃষ্টির মধ্যে ওই এলাকায় রায়খালি-বান্দরবান সড়কের পাশে একটি পাহাড়ের আংশিক ধসে পড়ে। এর নিচে চলন্ত অটোরিকশা চাপা পড়ে দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।