খবর৭১ঃ
চট্টগ্রামের হাটহাজারীতে বালতির পানিতে ডুবে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে পৌরসভার কামাল পাড়ায় এই ঘটনা ঘটে। বৃষ্টির পানি ধরে রাখতে ঘরের বাইরে ওই বালতি রাখা ছিল বলে জানা গেছে।
নিহত শিশু আয়েশা ঐ এলাকার অটোরিকশা চালক তৌহিদুল ইসলামের মেয়ে। দুই ভাই এক বোনের মধ্যে নিহত আয়েশা ছিল সবার ছোট।ঘটনার দিন অটোরিকশা চালক তোহিদুলের ঘরের সামনে বৃষ্টির পানি নেওয়ার জন্য বালতি বসানো ছিল। এদিকে শিশু আয়েশা খেলতে খেলতে সবার অজান্তে পানি জমানো সেই বালতিতে গিয়ে পড়ে।
এক সময় পরিবারের সদস্যরা শিশু আয়েশাকে ঘরে না পেয়ে খোঁজতে বের জলে জমানো পানির বালতিতে মাথা ডুবানো অবস্থায় দেখতে পায়। পরিবারের সদস্যরা শিশু আয়েশাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।