হবিগঞ্জের চুনারুঘাটে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

0
806

মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে চুনারুঘাট উপজেলা বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটোরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভা ও র্যা লী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন আহমেদ ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: মোজাম্মেল হোসেন, মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) ডা: জান্নাতুল ফেরদৌস তালুকদার, ডা: সিরাজুম মুনিরা, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা জুলাস মিয়া, ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু, চুনারুঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মহিদ আহমদ চৌধুরী। সভায় বক্তব্য রাখেন- মুসলিম উদ্দিন, কামরুল ইসলাম, ইয়াছমিন আক্তার। সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়নের পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। জনসংখ্যা ও পরিবার পরিকল্পনায় শ্রেষ্ঠ হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সনদ পান- ৩/খ ইউনিট আহম্মদাবাদ ইউনিয়নের জহুরা আক্তার, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা সুহেনা খাতুন, সাটিয়াজুরী, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মো: কামরুল ইসলাম, দেওরগাছ, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু, আহম্মদাবাদ ইউপি, শ্রেষ্ঠ এসএসিএমও মুসলিম উদ্দিন, দেওরগাছ, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, সাটিয়াজুরী, শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা, সূর্যের হাসি ক্লিনিক, উবাহাটা, মা ও শিশু স্বাস্থ্য সেবায় বিশেষ অবদানের জন্য সংবর্ধনা, ইউএসএআইডি’র মা-মনি, এনএনসিএসপি, সীমান্তিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here