খবর৭১ঃ
মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকেঃ মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান ওষুধ স্যাম্পুল দোকানে রেখে বিক্রি করার দায়ে সৈয়দপুরে পাঁচ ফার্মেসী মালিকের ৫০ হাজার টাকা অর্থদন্ড ও জব্দ করা ওষুধ ধ্বংস করা হয়েছে। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত ও ভেজাল বিরোধী অভিযানের পৃথক দুটি আভিযানক দল ওই দন্ড দেন।
সুত্র জানায়, সৈয়দপুর শহরে বিভিন্ন ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পুল ( বিভিন্ন ওষুধ কোম্পানীর পক্ষ থেকে -চিকিৎসকদের দেয়া ওষুধ) বিক্রি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকারের নেতৃত্বে অভিযানিক দল। এসময় শহরের শেরে-বাংলা সড়কের (সিনেমা রোড) সৈয়দপুর প্রাজাস্থ নোভা ড্রাগস্এ মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পুল বিক্রি করার দায়ে ২০ হাজার টাকা এবং একই অভিযোগে স্মৃতি মেডিকেল স্টোরের মালিকের ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে একই সময় শহরের শেরে-বাংলা সড়ক ও সৈয়দপুর প্লাজার শাখা মার্কেট এস আর প্রাজা এবংশহরের পাঁচমাথা সড়কের বিমানবন্দর রোড এলাকায় অভিযান চালায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনাকারী দল। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের উপ-পরিচালক মমতাজ বেগম ওই অভিযান পরিচালনা করেন।এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পুল বিক্রি করার দায়ে শেরে-বাংলা সড়কের নিউ ইমরান ফার্মেসীর ৫ হাজার টাকা,এস আর প্রাজায় সৌদি ফার্মেসীর ৫ হাজার টাকা ও পাঁচমাথা সড়কের বিমানবন্দর মোড়ে অবস্থিত রানী ফার্মেসীর মালিকের ৫ হাজার টাকা জরিমানা করা হয়। উভয় অভিযান পরিচালনার সময় ভবিষ্যতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পুল বিক্রি না করতে ফার্মেসী মালিকদের সতর্ক করা হয়। পরে অভিযান চলাকালে ওইসব দোকান থেকে উদ্ধার করা মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পুল ধ্বংস করা হয়। উভয় অভিযান চলাকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর স্যানিটারী পরিদর্শক মো. আলতাফ হেসেন সরকারসহ থানা পুলিশ সদস্যরা।