খবর৭১ঃ সরকার কারিগরি শিক্ষার ওপর জোর দিচ্ছে বলে জানিযেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শনিবার চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, কোনো শিক্ষার্থী যে পর্যায়ে গিয়েই শিক্ষা বন্ধ করতে বাধ্য হন কিংবা সিদ্ধান্ত নেন যে তিনি আর উচ্চ শিক্ষা নেবেন না, তারও যেন কর্মসংস্থানের সুযোগ থাকে, শিক্ষা পদ্ধতিতে সে ব্যবস্থা নেয়া হচ্ছে।
দীপু মনি আরও বলেন, শিক্ষার্থীরা যাতে ভাষা, গণিত, বিজ্ঞান ও আইসিটি বিষয়ে দক্ষতা অর্জন করার মাধ্যমে মানবিকতা দেশপ্র্রেমের মূল্যবোধ শিখতে পারে তার সব ব্যবস্থা নিচ্ছে সরকার।
পরে মন্ত্রী চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে নিজ স্বেচ্ছাধীন তহবিল থেকে গরিব-অসহায়দের মধ্যে চেক বিতরণ করেন।