খবর৭১ঃ
মিজানুর রহমান মিলন, সৈয়দপুর প্রতিনিধিঃ সৈয়দপুরে এই প্রথম শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত হচ্ছে। বৃহস্পতিবার, দুপুরে শহরের শেরে বাংলা সড়কের শ্রীশ্রী বিষ্ণু মন্দির থেকে শুরু হয়ে রথযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহর থেকে দুই কিলোমিটার দুরে খড়খড়িয়া শিব মন্দির গিয়ে শেষ হয়। সেখানে নয় দিন অবস্থান করার পর আগামি ১২ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এ উৎসব। সৈয়দপুর শহরস্থ শ্রীশ্রী বিষ্ণু মন্দির কমিটির সাধারণ সম্পাদক রতন কুমার সরকার জানান, জগন্নাথ দেবের অনুগ্রহে মানবজাতির মুক্তিলাভে প্রতি বছর দেশের বিভিন্ন স্থানে এ উৎসব উদযাপিত হলেও আমরা এ বছর সৈয়দপুরে প্রথম রথ তৈরি করে রথযাত্রা উৎসব পালন করছি। বর্ণাঢ্য রথযাত্রায় জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার এস.এম. গোলাম কিবরিয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রকাশ ও প্রকাশনা উপ কমিটির সদস্য আমেনা কোহিনুর আলম, আওয়ামী লীগ নেতারাশেদ-উজ- জামান রাশেদ, বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দসহ মঙ্গলকামী সনাতন ধর্মালম্বী বিপুল সংখ্যক নারী পুরুষ অংশগ্রহণ করেন।