নিউজিল্যান্ডকে হারিয়ে সহজ জয় ইংল্যান্ডের

0
932

খবর৭১ঃ বুধবার ইংল্যান্ডের সামনে ছিল মাস্ট উইন মাচ। নিউজিল্যান্ডকে না হারাতে পারলে ছিটকে যেতে হত ইংল্যান্ডকে। এই অবস্থায় চেস্টার-লে-স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে খেলতে নেমেছিল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড হারলেও একটা সুযোগ তাদের থেকে যাবে। তার পিছনে আরও হিসেব থাকবে। কিন্তু ইংল্যান্ডকে জিততেই হত এই ম্যাচ। বিশ্বকাপ শুরুর আগে থেকেই ইংল্যান্ডকে অন্যতম দাবিদার হিসেবে ধরে নেওয়া হয়েছিল। কিন্তু শুরুটা ভাল করলেও পরের দিকে বার বার হারের মুখ দেখে চাপে পড়ে গিয়েছিল ইংল্যান্ড। ভারতের বিরুদ্ধে জিতে আবার নতুন করে প্রান ফিরে পান ব্রিটিশরা। শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ১১৯ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলল ইংল্যান্ড। ১৯৯২-এর পর আবার সেমিফাইনালে পৌঁছল ইংল্যান্ড।
টার্গেট তাড়া করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় নিউজিল্যান্ড। ১৬.৪ ওভারে ৬৯ রানে হেনরি নিকোলস, মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসনও রস টেইলরের মতো তারকা চার ব্যাটসম্যানের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে কিউইরা। পঞ্চম উইকেটে জেমস নিশামকে সঙ্গে নিয়ে ৫৪ রানের জুটি গড়েন টম লাথাম।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড: ৫০ ওভারে ৩০৫/৮ (বেয়ারস্টো ১০৬, জেসন রয় ৬০, মরগান ৪২; নিশাম ২/৪২, হ্যানরি ২/৫৬, বোল্ট ২/৫৬)।

নিউজিল্যান্ড: ৪৫ ওভারে ১৮৬/১০ (লাথাম ৫৭, টেইলর ২৮, উইলিয়ামসন ২৭; মার্ক উড ৩/৩৪)।

ফল: ইংল্যান্ড ১১৯ রানে জয়ী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here