খবর৭১ঃ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের সুপারিশ করেছে অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি।
কমিটি শিক্ষা মন্ত্রনালয়কে এ বিষয়ে একটি প্রকল্প গ্রহণ করতে বলেছে।
বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ। চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, ইউসুফ আব্দুল্লাহ হারূন, ফজলে হোসেন বাদশা, আহসান আদেলুর রহমান ও ওয়াসিকা আয়শা খান বৈঠকে অংশ নেন।
বৈঠক শেষে কমিটির সভাপতি আব্দুস শহীদ সাংবাদিকদের বলেন, ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের শিক্ষা মন্ত্রণালয়কে প্রকল্প গ্রহণ করতে বলেছি। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের চলমান প্রকল্প নিয়েও আমরা আলোচনা করেছি। সেখানে বেশকিছু প্রকল্পের কাজের কমিটির কাছে ধীর গতি পরিলক্ষিত হয়েছে। সে কারণে কমিটি এসব প্রকল্পের গতি বাড়াতে বলেছে। পাশাপাশি সরকারি অর্থের যেন অপচয় না হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে।
সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ কাজের গুণগত মান বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এছাড়া কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে শিক্ষা প্রকৌশল অধিদফতরের অধীন জেলা ও উপজেলা পর্যায়ে জনবল বাড়াতে সুপারিশ করেছে কমিটি।