মুরাদনগরে ব্রিজে গর্ত, চরম দূর্ভোগে ৪৮ গ্রামের মানুষ

0
545
মুরাদনগরে ব্রিজে গর্ত, চরম দূর্ভোগে ৪৮ গ্রামের মানুষ

খবর৭১ঃ

মোঃ রাসেল মিয়া, মুরাদনগর কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল-মেটংঘর সড়কের সোনাকান্দা কবরস্থানের পাশের ব্রিজটি ভেঙ্গে গর্ত হয়ে গেছে। গুরুত্বপূর্ন এ সড়কটির ব্রিজ ভেঙ্গে গর্ত হওয়ায় ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ প্রায় ৪৮টি গ্রামের মানুষ, যানবাহন, যাত্রী, পথচারীসহ এলাকার প্রায় লক্ষাধিক মানুষকে প্রতিনিয়ত সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, এই ব্রিজটিতে প্রায় তিনমাস পূর্বে একটি গর্ত হলে স্থানিয়রা তা ঢালাই দিয়ে বন্ধ করে দেয়। এর কিছু দিন পরই আরো একটি গর্ত হলে সেটি আস্তে আস্তে বড় আকার ধারণ করে। পাশাপাশি প্রতিদিনই ব্রিজে ছোট ছোট গর্ত তৈরী হচ্ছে। ব্রিজে গর্ত তৈরী হওয়ায় এখন আর আগের মত যানবাহন চলাচল করতে পারছে না। তাই ব্রিজ গুলো দ্রুত সংস্কার ও পুনঃনির্মাণ করার জোর দাবি জানিয়েছে ভুক্তভোগি একালাবাসী। শুধু এই ব্রিজটি নয় এ রোডের ৭টি ব্রিজের মধ্যে ৪টি ব্রিজ নতুন করে নির্মাণ করলেও বাকি ৩টি ব্রিজই ছোট ছোট গর্ত হয়ে মরণফাদে পরিণত হয়েছে। এ বিষয়ে কুমিল্লা সড়ক ও জনপধ বিভাগের (সওজ) কুমিল্লা নির্বাহী প্রকৌশলী ড. আহাদ উল্লাহ জানান, নতুন করে ব্রীজ র্নিমানের জন্য প্রস্তাব দেয়া হয়েছে। প্রস্তাব গুলো অনুমদন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here