খবর৭১ঃ
ভারতের বিপক্ষে হারলেই ছিটকে পড়তে হবে সেমিফাইনালে ওঠার সমীকরণ থেকে। বার্মিংহামে বিরাট কোহলির দলের বিপক্ষে আজ তাই অগ্নিপরীক্ষায় বাংলাদেশ। সে পরীক্ষার শুরুতে টস নামের ভাগ্যপরীক্ষায় হেরে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। মাহমুদউল্লাহ চোট থেকে সুস্থ না হয়ে ওঠায় তাঁর জায়গায় দলে ফিরেছেন সাব্বির রহমান। আর মেহেদী হাসান মিরাজের জায়গায় খেলছেন পেসার রুবেল হোসেন। চার পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে বাংলাদেশ। তাদের সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত। বাংলাদেশকে আজ হারাতে পারলেই ১ ম্যাচ হাতে রেখে সেমিফাইনাল নিশ্চিত করবে বিরাট কোহলির দল। সেমিফাইনালে ওঠার আশা টিকিয়ে রাখতে বাংলাদেশকে আজ জিততেই হবে।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তুজা ও মোস্তাফিজুর রহমান।