ঠাকুরগাঁওয়ে বাইকের প্রচন্ড গতি কেড়ে নিল যুবকের প্রাণ !

0
679

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় সাইফুল ইসলাম সুমন (৩৫) নামে এক মটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।এতে আহত হয়েছেন পাগলুতে (থ্রি-হুইলারে) থাকা এক যাত্রী।

সোমবার (১ জুলাই) বিকেল চারটার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মোড়লডোবা নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত মটরসাইকেল চালক সুমন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত ইছা চৌধুরীর ছেলে।

স্থানীয়রা জানায়, বিকেলের দিকে নিহত মটরসাইকেল চালক প্রচন্ড গতিতে বেসামালভাবে বাইকটি চালিয়ে মোড়লডোবা গ্রাম দিয়ে বালিয়াডাঙ্গীর উদ্দেশ্যে যাচ্ছিলেন । এ সময় বিপরীত দিক থেকে আসা একটি থ্রি-হুইলারের সাথে মোটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষে মাথায় ও মুখে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় মটরসাইকেল চালক।

আহত বৃদ্ধাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশিকুর রহমান(পিপিএম-সেবা)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here